
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট-শেরপুর সড়কে একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের হেলপার আমিরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। নিহত আমিরুল ইসলাম শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবালা গ্রামের রকিব উদ্দিনের ছেলে। শুক্রবার সকাল ১০ টার দিকে শেরপুর উপজেলার বোয়ালকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট থেকে শেরপুরের উদ্দেশ্যে একটি ইটবোঝাই ট্রাক আসছিলো। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আমিরুল ইসলাম নিহত হন। আহত হন শ্রমিক আব্দুস সামাদ।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিকে উদ্ধার করে শেরপুর থানায় পাঠিয়ে দেয়। একইসঙ্গে আহত আব্দুস সামাদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিমেক) হাসপাতালে পাঠায়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে। এছাড়া চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।