তৈরী হবে চিনি ও গুড়: শাহজাদপুরে সুগার বিটের পরীক্ষামুলক চাষ

S M Ashraful Azom
0
তৈরী হবে চিনি ও গুড়: শাহজাদপুরে সুগার বিটের পরীক্ষামুলক  চাষ
শাহজাদপুর প্রতিনিধি: পরীক্ষামুলক  ভাবে শাহজাদপুরে এই প্রথম সুগার বিটের  চাষ  শুরু হয়েছে। মাঠ পরিদর্শন করলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাবিবুল হক। উপজেলার পোতজিয়া ও সোনাতনি ইউনিয়নের কৃষকরা সুগার বিটের চাষ শুরু হয়েছে। কৃষি বিভাগের দাবি এটি এখন দুনিয়াতে স্বল্প সময়ে লাভ জনক ফসল।

শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রত্যেক্ষ সহযোগিতার মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করে নতুন এই ফসলটি চাষ করে  সুগারবিট থেকে  থেকে চিনি ও গুড় উৎপাদন এবং উপজাত দ্রব্য গো- খাদ্য হিসাবে  পরীক্ষামুলকভাবে প্রথম পর্যায়ে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউপির রাউতরা ও সোনাতনী  ইউনিয়নে চাষ শুরু হয়। কৃষি বিভাগ জানায় , সুগারবিট উঁচু, মাঝারি ও সমতল জমিতে দো-আঁশ ও বেলে মাটিতে  চাষ করা যাবে। গত বৃহস্পতিবার পোতাজিয়া ইউনিয়নের  রাউতরার বিশিষ্ট নারী উদ্যেক্তা  এলিজা খানের পরীক্ষামুলক  সুগার বিটের জমি পরিদর্শন করলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল হক। এসময় সাথে ছিলেন, বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফেকচারির্স এসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম, শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মনজু আলম সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অতিথিবৃন্দ বলেন, জার্মান থেকে বীজ আমদানি করে চিনি ও গুড় তৈরীতে  শাহজাদপুরে পরীক্ষামুলক ভাবে সুগারবিটের  চাষ করা হচ্ছে । আখের তুলনায় কম সময়ে উৎপাদন ও লাভ জনক হবে এই সুগারবিট  থেকে ৫ মাসেই চিনি ও গুড় উৎপন্ন করা যাবে। এক বিঘা জমিতে  ৮ থেকে ১০ টন সুগারবিটের  ফলন পাওয়া যাবে। এই সুগারবিট  থেকে দেড় টন চিনি পাওয়া যেতে পারে। সূত্র জানায় , নতুন এই ফসলটি  কৃষকদের  পরিচিত করতে শাহজাদপুরে  পরীক্ষামুলক এটির  চাষ শুরু হয়েছে। আস্তে আস্তে তা  সারাদেশে  ছড়িয়ে দেওয়া হবে ।


⇘সংবাদদাতা: শাহজাদপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top