
গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়নের ফলে গ্রাম ও শহরের পার্থক্য কমে এসেছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ, যোগাযোগ ও স্বাস্থ্য ক্ষেত্রেসহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন ঘটেছে।
তিনি ৯ ফেব্রয়ারী শনিবার গাইবান্ধার পৌরসভার অধীনে ৫ কোটি টাকা ব্যয়ে ৫টি সড়ক ও ২টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।
পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, জেলা শ্রমিক লীগ সভাপতি খায়রুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, আব্দুস সামাদ, রাশেদুল হক প্রমুখ।
পরে শহরের ১নং ট্রাফিক মোড় হতে পুরাতন পালর্স ক্লিনিক পর্যন্ত গাইবান্ধার বলাইশার মোড়ে এবং বানিয়ারজান এলাকায় রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।