নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বাবার ঘরে থেকে সাদ্দাম হোসেন পাইকাড় (২১) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ি গ্রামের মোজাহার আলী পাইকাড়ের ছেলে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাবার ঘর থেকে সাদ্দাম হোসেনে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন রাজমিস্ত্রির (নির্মান শ্রমিক) কাজ করে জীবিকা নির্বাহ করতো। অন্যান্য দিনের ন্যায় শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়ে। পাশের ঘরে ঘুমিয়ে ছিল মা-বাবা।
এ অবস্থায় শনিবার ভোর ৫টার দিকে ঘরের ভেতর গোঙানির শব্দ শুনতে পায় মা-বাবা। এ সময় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের তীরের সঙ্গে সাদ্দাম হোসেনে লাশ ঝুলে থাকতে দেখেন তারা। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া সাদ্দাম হোসেনের মৃত্যুর কারণ জানা সম্ভব না। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।