
জামালপুর প্রতিনিধি: গতকাল বুধবার রাতে জামালপুরে ৬৫পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১।
জানা যায়, জামালপুর ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গতকাল ৬ ফেব্রুয়ারী বুধবার রাতে জামালপুর সদর থানাধীন কৈটোলা বোয়ালমুই পাড় এলাকায় অভিযান পরিচালনা করে মো: মোজাফফর মিয়ার পুত্র মোঃ বাদশা মিয়া (৪০) কে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১৯ হাজার ৫শ টাকা। ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল এর ১০(ক) ধারার শাস্তি যোগ্য অপরাধ করায় মো: বাদশা মিয়ার বিরুদ্ধে জামালপুর সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।