
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় যুবলীগ নেতাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নান্দিয়ারপাড়া গ্রামের কামরুল ইসলাম (৩০), চিকাশি গ্রামের লাল মিয়া (৩৫) ও রান্ডিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে সুজন মিয়া (২৬)। মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিমগাছি ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল ইসলামের ছত্রছায়ায় এলাকার মাদক ব্যবসায়ীরা একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে।এ সব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একাধীক মামলা রয়েছে। সোমবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে কামরুল, লাল মিয়া ও সুজনকে গেপ্তার করা হয়েছে।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।