
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাচন উপলক্ষে প্রকৌকল শ্রমিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাঁচ বারের সাংসদ ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ।
বকশীগঞ্জ প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এবং শ্রমিক লীগের উপজেলা সদস্য সচিব মিষ্টার রানার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, সহসভাপতি জয়নাল আবেদিন , উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, আওয়ামী লীগ নেতা এম জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাহমিনা আক্তরার পাখি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আগা সাইয়ুম, উপজেলা যুবলীগের আহবায়ক নেপাল চন্দ্র সাহা প্রমুখ।
মতবিনিময় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সদস্যরা ওই সংগঠন পরিচালনার জন্য স্থায়ীভাবে একটি অফিস ঘরের জমি বরাদ্দ চেয়ে এমপির নিকট অনুরোধ করেন।
উপস্থিত সদস্যরা উপজেলা পরিষদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কাজ করার জন্য আশ্বস্ত করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।