রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনের বিশেষ জরুরী সভা

S M Ashraful Azom
0
রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনের বিশেষ জরুরী সভা
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: ১০মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ মোমেনের সভাপতিত্বে এ জরুরীসভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলার ৬টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক, জেলা নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বিশেষ জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, বিশেষ অতিথি, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য নুরুজ্জামান সরকার, কুড়িগ্রাম পৌরসভা সাবেক মেয়র ও পৌর আওয়ামীরীগের সভাপতি কাজিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনুসহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও যুব মহিলালীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও রৌমারী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শালু, দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম (বিএসসি), শৌলমারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারন সম্পাদক মো.নুরুল আমিন, বন্দবেড় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রৌমারী সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রাজু আহমেদ খোকা, যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ ও সাধারন সম্পাদক আব্দুর রহমান, চরশৌলমারী ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক বজলুর রশিদ মঞ্জু, উপজেলা যুবলীগ সভাপতি  হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবিদ শাহনেওয়াজ তুহিন।

আলোচনা সভায় নেতাকর্মীরা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয় উপহার দেওয়ার জন্য উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিরা একতা ঘোষনা করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান ভোটারের কাছে ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় নৌকা প্রতীকে বিজয় উপহার দিতে চান।


⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top