
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের নিয়ে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে মঙ্গলবার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান নবীনেওয়াজ খান লোহানী বিপুল।
উন্নয়ন সংঘ ইসলামপুর উপজেলা কর্মকর্তা বিজন চন্দ্রের সঞ্চালনায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, মহিলা বিষয়ক কর্মকর্তা, উন্নয়ন সংঘের কর্মকর্তা নারায়ন চন্দ্রসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, সাংবাদিক আব্দুস সামাদ, সাংবাদিক মোরাদুজ্জামান, ইমাম ও সুধীমহল উপস্থিত ছিলেন।
ওরিয়েন্ট্রেশনে নিউট্রেশন সেন্সেটেভিভ ভেল্যুচেইন্ড অব স্মলহোল্ডার ফার্মার্স প্রকল্পের বিভিন্ন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে করণীয় দিনকগুলোর গুরুত্ব তুলে ধরে প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা চান ওয়ার্ল্ডভিশন প্রজেক্ট কর্মকর্তা হান্নান।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।