
সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ও কর্ণিবাড়ী নিজাম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাদক-জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিয়ে, জুয়া, নির্মুলে জন সচেনতা মুলক এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে (২৪ফেব্রুয়ারি) প্রধান শিক্ষক এস.এম তরিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য দেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী) সার্কেল তাপস কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, ডিআইজি প্রতিনিধি এস.আই আয়নাল হক, কর্নিবাড়ী ইউপি চেয়ারম্যান আযহার আলী মন্ডল, উপজেলা কমিউনিটি পুলিশং ফোরামের সাধারন সম্পাদক সাংবাদিক খায়রুল আলম, চন্দনবাইশ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর দুরুল হুদা, কমিউনিটি পুলিশিং অফিসার এস আই সুব্রত কুমার ঘোষ।
এ সময় সাংবাদিক মাহমুদুল হাসান মুনজু, শিবলী সরকার, ইউনিয়ন আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম নয়ন প্রমুখ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, সারিয়াকান্দি থানা পরিদর্শক তদন্ত এনায়েতুর রহমান।
⇘সংবাদদাতা: সারিয়াকান্দি প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।