
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থা নামে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে ১৫জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বোরবার বিকেল ৪টার দিকে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পারলক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ জনি।
উপজেলার পারলক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী ফজলুল বারী, সাধারণ সম্পাদক মাসুদ সরকার ও কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।
উপজেলার পরালক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৫জন মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ও ডাইরী এবং হতদরিদ্র একটি পরিবারকে আড়াই বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে।
⇘সংবাদদাতা: রফিকুল আলম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।