নিজস্ব প্রতিবেদক, বগুড়া: ছুটির দিন থাকায় বগুড়া বইমেলায় ছিল সব বয়সিদের প্রচন্ড ভিড়। ভোর থেকে কেনাবেচা শুরু হয়। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে পাঠক তার প্রিয় বইটির খোঁজ করে সংগ্রহ করেছেন। বগুড়া বইমেলায় আসতে শুরু করেছে ঢাকার বিভিন্ন প্রকাশনীর বই। ঢাকার সঙ্গে বগুড়ার লেখকদেরও নতুন বই আসতে শুরু করেছে বইমেলায়।
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৯দিনের বইমেলায় স্থানীয় লেখকদের নতুন বই এসেছে মুহম্মদ শহীদুল্লাহ্ এর কাব্যগ্রন্থ নীল নির্জ্জন নীলিমা, কবি মনসুর রহমানের কি কথা তাহার সাথে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘মেহেরুন’।
এদিকে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বুধবার ৯দিনের বইমেলার আয়োজনসহ বৃহস্পতিবার সকালে প্রভাত ফেরি করে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের আত্মার শান্তি কামনা করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রভাত ফেরি শেষে আলোচনা সভা ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ জেলার ৫ ভাষা শহীদ সাদেক আলী আহম্মেদ, কবিরাজ এইচ.এম মতিয়ার রহমান খন্দকার, মোখলেছুর রহমান, এ্যাড: গাজীউল হক, নুরুল হোসেন মোল্লা এর কবরে পুস্পমাল্য অর্পন করে। এসময় ভাষা শহীদদের স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, আব্দুস সালাম, আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও আলমগীর কবির, দপ্তর সম্পাদক এইচ আলিম।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।