
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : ১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার ছয় উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ১১জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বুধবার যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়।
বিএনপির যেসব নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, শেরপুর উপজেলায় জানে আলম খোকা, সোনাতলায় জিয়াউল হক লিপ্পন, গাবতলীতে এহসানুল বাশার ও সারিয়াকান্দিতে সাবেক নেতা অ্যাডভোকেট নূরে আযম বাবু।
দুপচাঁচিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সামাদ, একই উপজেলায় ইসলামী ঐক্যাজোটের আব্দুল হাই, ধুনটে জাপা সমর্থক পাভেল আহম্মেদ ও সারিয়াকান্দিতে জামায়াত নেতা প্রভাষক নজরুল ইসলামের মনোনয়নপত্রও বাতিল হয়ে গেছে। এর বাইরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সারিয়াকান্দিতে টিপু সুলতান, মিনহাজ উদ্দিন, ও নুরুল ইসলাম খান হিরো।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম জানিয়েছেন, যাদের প্রার্থীতা বাতিল হয়ে গেছে তারা আগামী তিনদিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে আপিল করার সুযোগ পাবেন। আগামী ২৪ ও ২৫ ফেরুয়ারি শুনানী অনুষ্ঠিত হবে।
উল্লেখ এর আগে বগুড়ার ১২ উপজেলায় চেয়ারম্যান পদে ৫৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।