![]() |
গনধোলায় এ আহত গরু চোর |
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরির সময় জনতা ২ জন পেশাদার গরু চোরকে আটক করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের পাটগারি গ্রামে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, গভীর রাতে পাটগারি গ্রামের আইয়ুব আলীর ছেলে মোক্তার হোসেন(৪০) ও ওয়াহাব আলীর ছেলে আব্দুল খালেক (৩৫) নামের দুই পেশাদার গরু চোর একই গ্রামের আবেদ আলীর ছেলে ইছা আলীর বাড়ির গোয়াল ঘরে হানা দেয়।
তারা প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের দুটি দুধেল গাভী চুরি করে নিয়ে যাচ্ছিল। রাতে গৃহকর্তা বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে গ্রামবাসী একত্রিত হয়ে গ্রামের অদূরে স্কুল এলাকা থেকে গাভীসহ ওই দুই চোরকে আটক করে গণধোলাই দেয়।
এ প্রসঙ্গে মাগুড়াবিনোদ ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ২ গরু চোরকে পুলিশে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
⇘সংবাদদাতা: তাড়াশ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।