সারিয়াকান্দিতে শিক্ষকের বিরুদ্ধে ঝাঁড়– মিছিল ও ক্লাশ বর্জন

S M Ashraful Azom
0
সারিয়াকান্দিতে শিক্ষকের বিরুদ্ধে ঝাঁড়– মিছিল ও ক্লাশ বর্জন
সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের সামগ্রী ক্রয়ে গরীব অসহায় শিক্ষার্থীদের নিটক থেকে জুলুম করে টাকা আদায়ের অভিযোগ তুলে ঝাঁড়– মিছিল করেছে অভিভাবকরা। একই সাথে ক্লাশ বর্জন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসে তিন বার অভিযোগের পরেও ব্যবস্থা না নেওয়ায় চন্দনবাইশা সরকারি বিক্ষুব্ধ অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা সম্মিলিত সিদ্ধান্তক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ জুঁই আক্তার ২০১০ ইং সালের সেপ্টেম্বর মাস থেকে দায়িত্ব পালন করছেন । দীর্ঘ প্রায় ৮ বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করার সময় তিনি বিভিন্ন ভাবে ক্ষমতার অপব্যবহার করছেন। এছাড়াও বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সাথে অসৌজন্য মূলক আচরন করেন।

স্থানীয় অভিভাবক হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজ, রাব্বি হাসান ও মোমেনা বেগম গনমাধ্যমকে বলেন, প্রধান শিক্ষক জুঁই আক্তার আমাদের বিদ্যালয়ে ব্যবহারের জন্য জগ, গ্লাস, ঝাঁড়– ইত্যাদি উপকরন ক্রয় বাবদ গরীব-অসহায় ছাত্র-ছাত্রীদের নিকট থেকে মাঝে মধ্যে জন প্রতি ৫ থেকে ১০ টাকা হারে চাঁদা উত্তোলন করে থাকেন। এ বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি এড়িয়ে যান এবং খারাপ ব্যবহার করে। তাই অবিলম্বে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা গ্রহনের জন্য আমরা জোড় দাবি করছি।

এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও চন্দনবাইশা ইউ পি চেয়ারম্যান শাহাদৎ হোসেন দুলাল বলেন, বিদ্যালয়ে ৪ বছর ধরে কর্মরত নৈশ প্রহরী কাম-অফিস সহায়ক আপেল মাহমুদ এর নিকট থেকে বেতন উত্তোলনের সময় অনৈতিকভাবে টাকা দাবি করে থাকেন। এ ছাড়াও প্রধান শিক্ষক নৈশ প্রহরীর সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ এমন কি হাতা হাতিতেও লিপ্ত হয়। এসব ঘটনায় বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়ে আসছে। এসব ঘটনার কথা জানিয়ে আমরা ৩ বার উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে আসছি। কিন্তু আমরা কার্যকর কোন সমাধান না পাওয়ায় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে গত রোববার সকাল ১১ টায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঝাঁড়– মিছিল বের করা হয়েছে। এর পর থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করছে। যদিও এ সিদ্ধান্তে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ায় বিঘœ ঘটছে জেনেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন চলবে।

এ বিষয়ে প্রধান শিক্ষক জুঁই আক্তারের সাথে যোগযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো সব বানোয়াট, মিথ্যা ও মনগড়া। তিনি আরও জানান, ইউ পি চেয়ারম্যান ও সভাপতি দুলাল স্লিপের ৪০ হাজার টাকা অবৈধভাবে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা রাখা নিয়ে মতপার্থক্য সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল আলম গনমাধ্যমকে বলেন, প্রথম অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় অভিযোগটি নিস্পত্তি করা হয়। সর্বশেষ ৩-০২-২০১৯ ইং ফেব্রুয়ারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৬ ফের্রুয়ারী তদন্ত কমিটির রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


⇘সংবাদদাতা: সারিয়াকান্দি প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top