দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কে এই জহুরুল?

S M Ashraful Azom
2
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কে এই জহুরুল?
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম

সেবা নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে আসন্ন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জহুরুল ইসলাম অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। পুরো উপজেলায় আপামর জনতার মাঝে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এলাকার হাটবাজার, ঘাটে, প্রতিটি চায়ের দোকানে তাকে নিয়ে তুমুল গুঞ্জন চলছে। বয়সে তরুণ হওয়ায় যুব সমাজসহ সকল শ্রেণী পেশার মানুষ সমর্থন ব্যক্ত করে আগ্রহ ভরে জানতে চাচ্ছেন কে এই জহুরুল ইসলাম? 

তিনি ১৯৮৯ সনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া(সানন্দবাড়ী) ইউনিয়নের পশ্চিম কামারের চর গ্রামে খুবই সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল গফুর মাতার নাম ওজুফা বেগম। তিন ভাইবোনের মধ্যে তিনি বড়।


শিক্ষা জীবন : প্রাথমিক পাঠগ্রহণ শুরু স্থানীয় পশ্চিম কামারের চর প্রাথমিক বিদ্যালয় থেকে। ২০০৬ সনে স্থানীয় মৌলভীরচর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। ২০০৮ সনে সফলতার সাথে সানন্দবাড়ী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর যথাক্রমে ২০১২ ও ২০১৬ সনে স্বনামধন্য ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

বর্তমানে তিনি বেসরকারি সংস্থাতে কর্মরত আছেন। এছাড়াও তিনি একটি প্রাইভেট রেডিও স্টেশনে খেলার ধারাভাষ্য দিয়ে থাকেন। জাতীয় দৈনিকগুলোতে সমসাময়িক বিষয় নিয়েও তিনি লেখালেখি করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত।

তিনি বলেন, এলাকার বঞ্চিত, হতদরিদ্র, অবহেলিত নিপীড়িত মানুষের আপনজন হয়ে থাকতে চাই। বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদকমুক্ত সমাজ গঠন সর্বোপরি দলমত নির্বিশেষে তিনি এলাকার সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে চান। মূলত তিনি এলাকার দরিদ্র মানুষের অধিকার আদায় ও ক্রীড়া উন্নয়নে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। সকলের কাছে তিনি আবারো দোয়া চেয়েছেন।



⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top