
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে পরিবারের সাথে অভিমান করে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার দৌলতপুর বাজার এলাকায় ইয়াকুব খলিফা (১৭) মরদেহ তার শয়ন ঘর থোকে উদ্ধার করে। সে ঐ গ্রামের মৃত কুদ্দুস খলিফার ছেলে।
এলাকা বাসীসুত্রে জানা যায়,পরিবারে সাথে অভিমান করে শুক্রবার দুপুরে তার নিজ শয়ন ঘরের দর্নার সাথে গলায় ধরি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।