
মনির হোসেন, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা স্কুল মাঠ প্রাঙ্গনে কেন্দ্রিয় সাধু সংঘ’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরন ও সেচ্ছায় রক্তদান কর্মসূচী সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ মার্চ) উপজেলার খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খিলদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৯ টায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম এর উদ্বোধন করেন।
কেন্দ্রিয় সাধু সংঘের সভাপতি হরিমোহন পালের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিল্পপতি মহিউদ্দিন আলমগীর রোমেল, বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক বাবু নারায়ন চন্দ্র সাহা।
স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার নুরুন্নাহার বেগম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, স্কুল হেলথ ক্লিনিক টাঙ্গাইলের মেডিকেল অফিসার সঞ্চিতা মিত্র, সেবা সংস্থার অর্থ পরিচালক আলহাজ্ব মনিরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মীর মিজানুর রহমান, কেন্দ্রিয় সাধু সংঘের সাধারন সম্পাদক রেজাউল করিম তালুকদার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা কমিটির আহবায়ক ডা: আব্দুল মজিদ ।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন অনুষ্ঠানে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ৩০ জন ডাক্তার বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
উলেখ্য, উক্ত অনুষ্ঠানে সেচ্ছায় রক্তদান কর্মসূচীও পালন করা হয়।
⇘সংবাদদাতা: মনির হোসেন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।