
ধুনট প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষনা দিয়েছে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টার দিকে ধুনট ইউনিয়নের চালাপাড়া গ্রামে বিএনপি নেতা কবির উদ্দিন তালুকদারে বাড়িতে এক জরুরী সভায় নেতাকর্মীরা এ সিদ্ধান্ত নেন।
এছাড়া কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে ধুনট পৌর বিএনপির সভাপতি আলী মুদ্দিন হারুন মন্ডল ও সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছে। ইতিমধ্যেই আলী মুদ্দিন হারুন মন্ডল ও আকতার আলম সেলিমকে দল থেকে বহিস্কার করেছে বগুড়া জেলা বিএনপি। চেয়ারম্যান প্রার্থী এই দুই নেতার পক্ষে দলের কোন নেতাকর্মী ভোটের জন্য গনসংযোগ করলে তাদেরকে দল থেকে বহিস্কারের সিন্ধান্ত নেওয়া হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, ধুনট উপজেলা বিএনপি আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন দলীয় নেতাকর্মীদের প্রতি এ সব নির্দেশ দেন।
ধুনট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল মুনসুর আহম্মেদ পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হাতেমুজ্জামান তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বিএনপি নেতা আফাজ উদ্দিন, আইয়ুব আলী, আহসানুল কবির রতন, মশিউর রহমান মোল্লা, রেজাউল করিম, আব্দুল আলিম, বনি আমিন, কবির উদ্দিন, ফারাইজুল ইসলাম, আব্দুল কাইয়ুম টগর, আতাউর রহমান, আব্দুল আজিজ, সাইদুল ইসলাম, যুবদল নেতা আব্দুল হালিম, শাহীনুর রহমান টগর, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক আবু তালহা শামীম, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক বিজয়, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান তালুকদার মিল্টন, উপজেলা শ্রমিক দলের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ঈসা খান ও ছাত্রদল নেতা আলম হাসান প্রমুখ।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।