
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : আগামী ১৮ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (মটর সাইকেল) প্রার্থীতা থেকে সড়ে দাঁড়ালেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল।
তিনি গত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ।
মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি সদরে তার গণসংযোগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে তিনি সড়ে দাঁড়ালেন। সেই সঙ্গে তিনি এলাকায় তার দলীয় কর্মী সমর্থকদের বিএনপি’র সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ এর আগে তিনি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হন।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।