
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: আগামীকাল (১০মার্চ) অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের বেলকুট উপজেলা পরিষদের ১ম ধাপের নির্বাচন। নির্বাচনের ইতিমধ্যে সকল নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
শনিবার দিন ব্যাপী চলছে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক উপকরন সামগ্রী বিতরণ। বেলকুচি উপজেলায় ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২লাক ৪০হাজার২৫৪ জন ভোটার এর মধ্যে ১লাখ ১৬হাজার ২০৭ জন মহিলা ও ১লাখ ২৪হাজার ৪৭ জন পুরুষ ভাটার রয়েছে। তারা মোট ৯৫ টি ভোট কেন্দ্রের ৬০৪টি ভোটকক্ষের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।
এ ব্যাপারে বেলকুচি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়দা খাতুন জানান, আমরা নির্বাচনী সকল প্রকার প্রস্তুতি নিয়েছি এবং প্রয়োজনীয় উপকরণ সামগ্রী প্রত্যেক ভোট কেন্দ্র পৌছে দিয়েছে। আশা করছি কোন প্রকার অপৃতিকর ঘটনা ছারাই অবাদ সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।