
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় আব্দুল মান্নান (৪২) নামে এক বিকাশ এজেন্টের ৬০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন ছিনতাই করেছে দূর্বৃত্তরা। ব্যবসায়ী আব্দুল মান্নান উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের বদিউজ্জামানের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মথুরাপুর-ছাতিয়ানি পাকা সড়কের উলিপুর গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর বাজরে দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্টের ব্যবসা করে আব্দুল মান্নান। শুক্রবার সন্ধ্যায় মথুরাপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আব্দুল মান্নান একাই বাইসাইকেল চড়ে বাড়ির দিকে রওনা হয়।
পথিমধ্যে উলিপুর গ্রামের মোড়ে পৌছলে পিছন দিক থেকে আসা একটি মোটর সাইকেলে ৩ জন ছিনতাইকারী আব্দুল মান্নানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এরপর মান্নানের ব্যাগে রক্ষিত ৬০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এদিকে ছিনতাইকারীদের ধাক্কায় পড়ে গিয়ে আহত আব্দুল মান্নানকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ বিকাশ এজেন্টের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।