
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস আজ রোববার পালিত হয়েছে।
দিবসে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, চিত্রাঙ্কন, কেক কাটা ও আলোচনা সভা। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, আনসার ভিডিপি অফিসার রোকসানা পারভীন, মালতী আলুবীজ হিমাগারের উপ-পরিচালক ড. এবিএম গোলাম মনছুর প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার সুধীজন।
শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।