বেলকুচিতে এসিড দগ্ধ সেলিনার চিকিৎসার জন্য অর্থিক অনুদান প্রদান

S M Ashraful Azom
0
বেলকুচিতে এসিড দগ্ধ সেলিনার চিকিৎসার জন্য অর্থিক অনুদান প্রদান
জহুরুল ইসলাম, বেলকুচি  প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে এসিডদগ্ধ সেলিনার হাতের চিকিৎসার জন্য ফেসবুকের মাধ্যমে সংগৃহিত ও উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় আর্থিক  অনুদান প্রদান করা হয়েছে। রবিবার বিকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে সেলিনার হাতের চিকিৎসার জন্য ২৬ হাজার ৫শত টাকা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)আফসানা ইয়াসমিন,বেলকুচি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমমান ,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অরুনাংশু মন্ডল, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, সাংবাদিক মামুন বিশ্বাস, জহুরুল ইসলাম, পারভেজ আলী, উজ্জল অধিকারী প্রমুখ।

উল্লেখ্য এসিডদগ্ধ সেলিনা ট্রেন দূর্ঘটনার কবলে পড়ে হাত ভেঙ্গে যায়। টাকার অভাবে তার চিকিৎসা না হওয়ায় অসহনীয় যন্ত্রণায় কাতরাতে থাকে। এ খবরটি স্থানীয় সংবাদিক সহ ফেসবুক আইকন মামুন বিশ্বাস বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ করলে মনবতা প্রেমীরা অসহায়কে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং এসিডদগ্ধ সেলিনার চিকিৎসার ব্যবস্থা হয়।


⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top