ফের বাঁশখালীতে অগ্নিকান্ডে ১৬ দোকান পুড়ে ছাই!

S M Ashraful Azom
0
ফের বাঁশখালীতে অগ্নিকান্ডে ১৬ দোকান পুড়ে ছাই!
শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডমারা ইউনিয়নের বড়ঘোনা সকাল বাজারের দক্ষিণ পাশে গত শনিবার অানুমানিক রাত সাড়ে ২টায় অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সংঘটিত এ অগ্নিকান্ডে ১৬ টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় আড়াই কোটি টাকার অধিক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে কার দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত তা নিশ্চিত কর বলতে পারেনি কেউ। সংঘটিত আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী অন্যন্য দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন তীব্রতর হওয়ায় মুহূর্তের মধ্যে ১৬ টি দোকানের মালামাল পুড়ে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।

অগ্নিকান্ডে নুরুল আবছারের মালিকানাধীন সাজিদ টেলিকম ও মোবাইল শপ, কাজল কর্মকারের সেলুনের দোকান), মামুনের চায়ের দোকান, আব্দুল করিমের ওয়ার্কশপের দোকান, আবুল হাশেমের চায়ের দোকান), মাষ্টার কাশেমের কাঠের দোকান, আবুল হোসেন ডালুর মুদির দোকান, কাশেমের মুদির দোকান, আনোয়ারের ডিজিটাল স্টুডিও ও কম্পিউটার সেন্টার, বাদশাহর মালিকানাধীন ফার্নিচারের দোকান, আমির হোসেনের ফার্নিচারের দোকান, আকতার হোসেনের সিমেন্টের দোকান, আমির হোসেনের সার ও কীটনাশকের দোকান, ফরিদের চাউলের দোকান, সুজানার বিছানার পাটির দোকান, রফিকের ঔষুধের ফার্মেসী, আকতার হোসেনের কাঠের দোকান সহ আরো ৩-৪ টি দোকানের ফটক অগ্নিকান্ডে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয় ব্যবসায়ীরা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের একজন আমির সাওদাগর জানান, গভীর রাতে অগ্নিকান্ড সংঘটিত হলে মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে ১৬টি দোকানসহ আরো বেশ কয়েকটি দোকানফটক পুঁড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আমাদের আয়ের একমাত্র স্থানগুলি পুঁড়ে যাওয়ায় চরম ক্ষতিগ্রস্থ হয়েছি আমরা।

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম প্রধান লিটন বসনু জানান, ঘটনা সংঘটিত হওয়ার ৩০ মিনিটের মধ্যে খবর পেলে আমার টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনেন।

এ দিকে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, গন্ডমারা ইউপি চেয়ারম্যান মো. লেয়াকত আলী সহ উপজেলা প্রসাশনের বিভিন্ন কর্মকর্তারা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top