মধুপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও অফিস ঘেরাও

S M Ashraful Azom
0
মধুপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও অফিস ঘেরাও
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর জলছত্র আবিমা আদিবাসী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (আকূল) এর কার্যকরী কমিটি ও প্রাক্তন ম্যানেজার কর্তৃক প্রায় কোটি টাকা আত্মসাতকারী এবং প্রহসনমূলক সমিতির নির্বাচন আয়োজনের অভিযোগে উঠেছে। তাদের সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সমিতির সদস্য ও এলাকার নৃ-গোষ্ঠীয় গারো সম্প্রদায়।

মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সমিতির কার্যালয় ঘেরাও করার ফলে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয় হয়েছে। গতকাল শুক্রবার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে পঁচিশ মাইল নামকস্থানে সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করা হয়। পরে অফিস কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ করে সমিতির সদস্য ও এলাকাবাসীরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সমিতির সদস্য ও বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী ডেভেলভমেন্ট কাউন্সিল সভাপতি অজয় মৃ, সমিতির সদস্য ও আদিবাসী নেত্রী পিউ ফিলোমিনা ম্রং, সমিতির সদস্য ও জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক থমাস চাম্বুগং, সমিতির সদস্য ও আদিবাসী নেতা প্রবীন চিসিম, হেরিট সিমসাং ও মিনু মারিয়া ম্রং। প্রতিবাদ সমাবেশে সমিতির সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top