
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা খাতুনের বিরুদ্ধে জাল সার্টিফিকেট প্রদানের অভিযোগ উঠেছে।
২৮ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার বরাবর প্রতিদ্বন্ধি প্রার্থী জেলী আক্তার অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রকাশ, মাহমুদা খাতুন এইচএসসি পাস নাকরেই হলফনামার সাথে জাল সার্টিফিকেট জমা দিয়েছেন।
মাহমুদা খাতুন ১৯৯৪ সালে সরিষাবাড়ী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ দেখানো হয়েছে। যার রোল নম্বর ৪৬৪৭৫ ও রেজিস্ট্রেশন নম্বর ৩২৪১৮/১৯৯২। গত ২০ ফেব্রুয়ারি তিনি কলসি প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আগামী ১০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওদিকে ৪ মার্চ (সোমবার) সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহানের দেয়া প্রত্যয়নপত্রে উল্লেখ, ১৯৯৪ সালের এইচএসসি (সার্টিফিকেট) পরীক্ষার টেবুলেশন শিটে উল্লেখিত নাম, রোল ও রেজিস্ট্রেশনধারী কোনো শিক্ষার্থী নেই।
এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা খাতুনের সাথে যোগাযোগ করলেও তাকে না পাওয়ায় বক্তব্য জানা যায় নি।
উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও সরিষাবাড়ী নির্বাহী অফিসার সাইফুল জানান, অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রামণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।