
মধুপুর প্রতিনিধি: ‘‘তারুণ্যের আলোয় দূর হোক অন্ধকার” এই শ্লোগানে এবং ‘‘তারুণ্যের শক্তি, গ্রাম নির্ভর অর্থনীতি’’ এ আলোচ্য বিষয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে শুক্রবার বিকেলে ধনবাড়ী সরকারী কলেজ মাঠে তরুণের হাট অয়োজিত তারুণ্যের উৎসব পালিত হয়েছে।
তরুণের হাটের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এ্যাড. সোলাইমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, নাট্যকার, অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব বৃন্দাবন দাস, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শাহানাজ খুশি, গাজীপুর ফিডস লি. এর ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন, সাউথ ওয়েষ্ট কম্পোজিট লি. এর পরিচালক ইঞ্জিনিয়ার শামীম রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান, ধনবাড়ী সরকারী নওয়াব ইন্স্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয় কৃষ্ণ তালুকদার, ভাইঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আফাজ উদ্দিন, তরুণের হাটের সাধারণ সম্পাদক মুহাম্মদ আল মামুন খান প্রমূখ।
শেষে গুণীজন ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।