
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চারটি নির্বাচনী প্রচারণা অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাতে উপজেলার তুলাশন, নামুইট, থালতা মাজগ্রাম ও পারশুন এলাকায় নির্বাচনী অফিসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানায়, রাত সাড়ে ১০ টার দিকে অফিস বন্ধ করে বাড়িতে চলে যান সবাই। অফিস থেকে চলে যাওয়ার পরপরই আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় লোকজন। আগুনে নির্বাচনী অফিসের বাঁশ খুঁটিসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন রানা জানান, উপজেলায় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী রেজাউল আশরাফ জিন্নাহ’র নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষরা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এতে করে ভোটাররা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে উপজেলা আওয়ামী লীগ সকল ধরনের নাশকতামূলক কর্মকান্ড প্রতিহত করে ভোটারদের ভোটদানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
নন্দীগ্রাম থানা ওসি নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা শুনেছি। এ বিষয়ে তদন্ত চলছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।