
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ইসলাম ধর্ম নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটুক্তিকারী শুভ কুমারের ফাঁসির দাবীতে শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এদিকে এ ঘটনার মুলহোতা শুভ কুমারকে (২০) সাত দিনে রিমান্ডের আবেদন করে শনিবার সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটি গ্রামের শুভাষ চন্দ্রের ছেলে শুভ কুমার (২০) পেশায় জুয়েলারী কারিগর। সে মথুরাপুর বাজারে বৈশাখী জুয়েলার্সে কাজ করতো। গত ২৫ ফেব্রুয়ারী শুভ কুমার নিজস্ব ফেসবুক ওয়ালে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করে। এছাড়া একই ফেসবুক ওয়ালে ইসলাম ধর্মকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রচার করে। এ ঘটনায় উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম বাদী হয়ে শুভ কুমারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে শুভ কুমারকে গ্রেপ্তার করে।
এদিকে গ্রেপ্তারকৃত শুভ কুমারের ফাঁসির দাবীতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ওলামা তুলাবা ও সর্বস্তরের ধর্মপ্রান মুসলমান মানুষের উদ্যেগে প্রায় ৩০ মিনিট ধরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন ধুনট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ফয়েজুল্লাহ, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, সোনামুখী মাদরাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম, পাঁচথুপি মাদরাসার শিক্ষক মুফতি এনামুল হক, মুক্তিযোদ্ধা ছাবেদ আলী প্রমূখ। এছাড়া উক্ত মানববন্ধন কর্মসূচিতে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন গ্রেপ্তারকৃত আসামী শুভ কুমারকে দৃষ্টান্তমুলক শাস্তির আশ্বাস প্রদান করেন।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।