ভোটার কেন্দ্রে এসে যেন দেখতে না পায় তার ভোট দেওয়া হয়ে গেছে

S M Ashraful Azom
0

কোন ভোটার কেন্দ্রে এসে যেন দেখতে না পায় তার ভোট দেওয়া হয়ে গেছে, তা হলে এর দায় দায়িত্ব প্রিজাইডিং অফিসারকে নিতে হবে: কবিতা খানম, নির্বাচন কমিশনার

ভোটার কেন্দ্রে এসে যেন দেখতে না পায় তার ভোট দেওয়া হয়ে গেছে
গাইবান্ধা প্রতিনিধি: নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, কোন ভোটার কেন্দ্রে এসে যেন দেখতে না পায় তার ভোট দেওয়া হয়ে গেছে। তা হলে এর দায় দায়িত্ব প্রিজাইডিং অফিসারকে নিতে হবে। ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে আসার ব্যাপারে সহযোগিতার দায়িত্ব আইন শৃংখলা বাহিনীর। আর ভোট কেন্দ্রে প্রবেশের পর ভোটারের দায়িত্ব প্রিজাইডিং অফিসারের।

শনিবার বিকেলে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।

কবিতা খানম বলেন, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব অনেক। তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে প্রাণহানির ঘটনা কারও জন্য কাম্য নয়। কোন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনে ত্রুটি পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল ধরণের সহযোগিতা করবে রিটার্নিং অফিসার। আর নিরাপত্তা দিবে আইন শৃংখলা বাহিনী। তারপরও যদি কোন অপশক্তি কাজ করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে অবহিত করে ওই কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করতে হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহনের ক্ষেত্রে আপনাদের নিরাপত্তার সকল দায় দায়িত্ব নির্বাচন কমিশনের।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯১৬ জন ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণে দেয়া হয়। এরমধ্যে প্রিজাইডিং অফিসার ৪৬ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৯০জন, পুলিং অফিসার ৫৮০জন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম ও নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top