
এএইচ লালন: জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটছে। শনিবার দিবাগত মধ্যে রাত পৌনে ৩টার দিকে আগুনের সুত্রপাত ঘটে।
অগ্নি কান্ডের ঘটনায় ভাই ভাই ওয়ার্কশপ, রমজান মেশিনারীজ, শিফা মেশিনারীজ দোকান ভস্মিভুত হয়।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘন্টা চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, রাত পৌনে ৩টার দিকে বিদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমের আগুনের সুত্রপাত ঘটে ।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়লে আশপাশের ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায় প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়।
ভাই ভাই ওয়ার্কশপের মালিক রাজন মিয়া জানান, আগুনে আমার সব কিছু পুড়ে গেছে কোন কিছুই বেড় করার সুযোগ হইনি আমার সব শেষ।
⇘সংবাদদাতা: এএইচ লালন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।