বেলকুচি উপজেলা নির্বাচনে আ'লীগ প্রার্থী নেতাশূন্য, ছুটছেন স্বতন্ত্রের পিছনে

S M Ashraful Azom
0
বেলকুচি উপজেলা নির্বাচনে আ'লীগ প্রার্থী নেতাশূন্য, ছুটছেন স্বতন্ত্রের পিছনে
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনের দিকে ততই তোর জোর বেড়ে চলছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।
ইতিমধ্যে বেশ ধুম ধামের সাথে প্রার্থীরা নিজেদের প্রচারনা ব্যস্ত হয়ে পরেছেন।

প্রতিদিন গাড়িবহর নিয়ে গনসংযোগ, মিছিল, পথসভা সহ চলছে নানা নির্বাচনী প্রচারনার আয়োজন। উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে আছে ৩ জন। আর আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ১ জন।

স্বতন্ত্রপ্রার্থীদের ভোটের মাঠে বেশ তোরজোড় থাকলেও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ঠিক মত দেখা মিলছে না মোহাম্মাদ আলী আকন্দকে।স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা বেশীর ভাগ ছুটছেন স্বতন্ত্রপ্রার্থীদের পিছনে। দলীয় মনোনয়ন দেওয়া প্রার্থীর পিছনে নেতাকর্মীদের দেখা না পাওয়ায় সাধারন মানুষের মাঝে উৎকন্ঠা সৃষ্ঠি হয়েছে।

এমন পরিস্থিতিতে  ফুরফুরে মেজাজে নির্বাচনী কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ বিষয়ে ভোটারদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা আওয়ামীলীগকে ভালোবাসি। যারা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন প্রত্যেক ব্যক্তিই আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রান। এ দিকে লক্ষ্য রেখে আমরা দলকে নয় ব্যক্তিকে প্রাধান্য দেব।

এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করবো যে এই উপজেলার উন্নয়ন করবে। আর আমাদের সুখ দুঃখের অংশীদার হয়ে পাশে থাকবে। সততাবান, শিক্ষিত , মেধাবী, তরুন এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করবো।


⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top