
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৯০তম জন্মদিন পালিত হয়েছে। গাইবান্ধায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ও জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির দাবিদার গ্রুপ পৃথক পৃথকভাবে জন্মদিন পালন করে।
বুধবার রাত সোয়া ৯টায় শহরের কলেজ রোডের কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার ও সদস্য সচিব সারওয়ার হোসেন শাহীন পার্টির চেয়ারম্যানের জন্মদিনের কেক কাটেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম লেবু, মাহমুদুর রহমান মুকুল, আব্দুর রহমান ফুল, আব্দুল জলিল সরকার, এসএম বাবলু, জেলা ছাত্র সমাজের সভাপতি জুলফিকার সরকার লেনিন প্রমুখ।
এদিকে জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির দাবিদার গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান আবু ও সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী শহরের ডিবি রোডের কার্যালয়ে রাত ৮টায় কেক কাটেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউন্নবী রাজু, একেএম নুরুন্নবী মিঠুল, আব্দুল কুদ্দুস চৌধুরী, আব্দুস সালাম মোল্লা, আনিছুর রহমান, ফুল মিয়া প্রমুখ।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।