
জামালপুর প্রতিনিধি : দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জামালপুরে ১৩ মার্চ প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার ১৩ মার্চ জামালপুরের প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদ’র আয়োজনে সকালে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা ও মুক্তিযুদ্ধভিত্তিক জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিন শেষে বকুলতলা পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পতাকা মিছিলে অংশ নেন ট্রেরিফ কমিশন ঢাকার উপ-প্রধান এআরএম আরিফ সুবিন, জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এআরএম আলিফ সুমন, পিবিআই জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, পুলিশ পরিদর্শক সৈয়দ মঈনুল হোসেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন মিয়া হীরু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার এন্ড চেয়ারপারসন জাহানারা বেগম বেলা, ১৩ মার্চ জামালপুর পতাকা উত্তোলন পর্ষদের আহবায়ক জেলা জাসদের সভাপতি মো. আমির উদ্দীন ও কবি সাযযাদ আনসারীসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা। পরে জামালপুর পাবলিক লাইব্রেরী মিলানায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হীরু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ মার্চ জামালপুর শহরের কাচারী শাহী জামে মসজিদ মাঠে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেন সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন মিয়া হিরু।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।