
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বকশীগঞ্জ থানা কমপ্লেক্সে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার।
বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, উেপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যাপক আফসার আলী, সাবেক শিক্ষক ছামিউল হক তোতা , ব্যবসায়ী আবদুল হামিদ প্রমুখ।
বাল্যবিবাহ প্রতিরোধ,মাদক , জুয়া ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এতে বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ অংশ গ্রহণ করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।