ঠাকুরগাঁওয়ে শিশুর প্রতি সহিংসতা বন্ধে দিনব্যাপী কর্মশালা

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে শিশুর প্রতি সহিংসতা বন্ধে দিনব্যাপী কর্মশালা
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের নিয়ে ‘হান্ড্রেড হিরোজ’ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেসরকারি এনজিও সংস্থা বাংলাদেশ ওয়াল্ড ভিশন ঠাকুরগাঁও এর আয়োজনে শহরের গোবিন্দনগর এলাকায় ইএসডিও’র নিজস্ব হলরুমে দিনব্যাপী এ কর্মশালাটি হয়।

দিনব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া মন্ডল।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া মন্ডল বলেন, শিশু বাচ্চাদের প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ গড়ে তুলতে হবে। প্রত্যেক শিশুকে নিজের সন্তান হিসেবে দেখতে হবে; তাহলেই সম্ভব এই সহিংসতা বন্ধ করা। এজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ওয়াল্ড ভিশন এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বাংলাদেশ ওয়াল্ড ভিশন এর এডভোকেসি কো-অর্ডিনেটর জামাল উদ্দিন, বাংলাদেশ ওয়াল্ড ভিশন ঠাকুরগাঁও এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় ঠাকুরগাঁও সরকারি কলেজের ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top