
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরে সাংবাদিক মোস্তফা বাবুলের কাব্য ‘শুন্যতার অভিমুখী’ গ্রন্থ’র মোড়ক উন্মেচন ২ মার্চ রাত ৮টায় জামালপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
বইয়ের প্রকাশক-স্বরব্যঞ্জন প্রকাশনীর পরিচালক ও মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন-জামালপুর পৌরমেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আইনজীবি সমিতি ও জেলা আ’লীগের সভাপতি এড. বাকি বিল্লাহ, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান লেবু, জাতীয় কবি পরিষদ জামালপুর শাখার সভাপতি আজিজ মোহাম্মদ, আশেক মাহমুদ কলেজের অধ্যাপক আব্দুল হাই আল হাদী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা জেএসডির সভাপতি অধ্যাপক আমির আলী ও সাংবাদিক মোস্তফা বাবুল প্রমুখ।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।