কালিহাতীতে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

S M Ashraful Azom
0
কালিহাতীতে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা
মনির হোসেন, কালিহাতী প্রতিনিধি  : টাঙ্গাইলের কালিহাতীতে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মার্চ) সকাল ১১টায় এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার (এমসিএইচ ইউনিট) ডাঃ এ.বি.এম শামসুদ্দিন, টাঙ্গাইল সিভিল সার্জন ডাঃ শরিফ হোসেন খান, টাঙ্গাইল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া ও সহকারী পরিচালক(সিসি) ও এফবিসিএসটি কনসালটেন্ট ডাঃ ফরহাদ আলী খান, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুমি আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল খালেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডাঃ নাসরিন সুলতানা রতœা, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মাসুদ মোর্শেদ তালুকদার প্রমুখ।

কর্মশালাটি সঞ্চালনা করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহা: মোজাম্মেল করিম।
এসময় উক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন, সাংবাদিক, উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী ও পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠকর্মী বৃন্দ।


⇘সংবাদদাতা: মনির হোসেন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top