
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে জমি সংক্রান্ত বিরোধে কাজলি বেগম মাদকের ফাঁদ পেতে পুলিশ হয়রানির করার অভিযোগ করেছে লিটন মোল্লা ওরফে লিটন দর্জি।
জামালপুর স্থানীয় একটি পত্রিকা অফিসে রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেছেন লিটন মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিটন মোল্লার অভিযোগ, কাজলি বেগমের সাথে লিটনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১৬ ফেব্রুয়ারী কাজলী বেগমের ভাগিনা শাউন দর্জি লিটনের কাছে কাপড় বানানোর অজুহাতে দোকানে প্রবেশ করে। লিটন দর্জির অনুপস্থিতিতে সিগারেটের প্যাকেট গাঁজা ক্যাশ বাক্সে রেখে চলে যায় কাজলির ভাগিনা শাউন।
কিছুক্ষণ পরে দুই পুলিশ এসে লিটনকে বলে তুই গাঁজা খাস। তোর দোকানে গাঁজা আছে। তল্লাশী করা হবে। এসময় ওই পুলিশের কাছে ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে কোথায় গাঁজা আছে জানায়।
ফোনে কথা বলতে বলতে লিটনকে ক্যাশ বাক্স কোথায় জানতে চায়। ক্যাশ বাক্স থেকে সিগারেটের প্যাকেটে ৯ পুড়িয়া গাঁজা উদ্ধার করে লিটন মোল্লাকে জামালপুর সদর থানায় নিয়ে যায়।
নিরিহ দর্জি লিটন মোল্লাকে গাঁজাসহ ষড়যন্ত্রমুলক পুলিশ দিয়ে আটকের প্রতিবাদে কাজলির উপর বিক্ষুব্ধ হয়ে উঠে শাহবাজপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা।
লিটনের গ্রেপ্তার খবরে এলাকার গণ্যমান্য ব্যক্তি থানায় বিষয়টি জানালে সদর থানা পুলিশ কাজলির ভাগিনা শাউনকে থানায় উপস্থিত করে। শাউন পুলিশের কাছে স্বীকার করে তার খালা কাজলি তাকে দিয়ে সিগারেটের প্যাকেটে গাঁজা ঢুকিয়ে লিটন মোল্লার দর্জির দোকানে রাখার জন্য বলে। পরে থানা থেকে ছেড়ে দেয় লিটন মোল্লাকে।
সংবাদ সম্মেলন অভিযোগ প্রসঙ্গে কাজলি বেগম বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তা আদৌ সত্য নয়
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।