
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ মো: আকাশ (৩৩) নামের নিখোঁজ এক ব্যাক্তির সন্ধানে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে তার স্ত্রী আঞ্জু পাভিন।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আকাশের স্ত্রী আঞ্জু পারভিন। তিনি জানান, গত ২৮ তারিখ বৃহস্পতিবার তার স্বামী আকাশ ও তার ভাই হামিদুর রহমান পুরনো একটি মামলায় হাজিরা দিতে ঠাকুরগাঁও জজ কোর্টে আসে।
এ সময় ঠাকুরগাঁও সদর থানার এস আই আনিস ও ভ’ষণ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরদিন আকাশের আত্মীয় স্বজনরা দেখা করতে যায় এবং তাদের খাবার দিয়ে আসে। ওই দিন রাত ১১ টার সময় ঠাকুরগাঁও সদর থানা থেকে ০১৭৭৩৭৫৭১৪১ এ নম্বর থেকে বলা হয় আকাশের স্ত্রী আঞ্জু যেনো সদর থানায় দেখা করে। পরদিন আঞ্জু তার সন্তানদের থানায় পাঠালে হামিদুরের সাথে দেখা করতে দেয়।
এ সময় হামিদুর জানায় যে আকাশকে আগের দিন রাত আনুমানিক ১২ টার সময় থানা পুলিশ কোথায় যেনো নিয়ে যায়।
এ ব্যাপারে আকাশের স্ত্রী আঞ্জু যোগাযোগ করলে ওই নামের কাউকে আটক করা হয়নি বলে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জানায়। পরবর্তীতে ০১৭৩৭২২৯৮২৮ নম্বরটি থেকে সদর থানার পরিচয় দিয়ে আকাশের মুক্তির জন্য টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নিখোঁজ আকাশের স্ত্রী আঞ্জু পারভিন।
আঞ্জু পারভিন জানান চার সদস্যের পরিবারে আকাশই একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন। পুলিশ কর্তৃক তার এভাবে নিখোঁজ হওয়ার ব্যাপারে তারা এখন ভীত ও সন্ত্রস্ত হয়ে দিন যাপন করছে। তাই তারা এ সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।