
ঘাটাইল প্রতিনিধি: শিশুকাল থেকে গণতন্ত্র চর্চায় শিক্ষার্থীদের যুক্ত করতে দেশের মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।
নির্বাচনে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের মধ্যে থেকেই নির্বাচন পরিচালনায় রাখা হয় নির্বাচন কমিশন, প্রিজাইডিং-পোলিং অফিসার ও এজেন্ট।
বিশৃঙ্খলা এড়াতে দায়িত্বে ছিল পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবী। শিক্ষার্থীরাই বিভিন্ন ভূমিকায় এসব দায়িত্ব পালন করে।
বৃহস্পতিবার সকালে ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠে শিক্ষার্থীরা ভোট দেয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা কক্ষের ভেতরে প্রিজাইডিং অফিসার, পোলিং ও পোলিং এজেন্ট ভোট গ্রহণের দায়িত্ব পালন করছে।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ছাত্রদের মধ্যে থেকে একজন নির্বাচন কমিশনের দায়িত্বও পালন করছে।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম নির্বাচন পরিদর্শন করেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান মো.আজাহারুল ইসলাম বলেন, স্টুডেন্ট কেবিনেটে নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ছিল। সকাল থেকেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ১০টি বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ভোটার ১৮৬৩ জন। এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আগে থেকেই প্রচারণা চালিয়েছে। তিনি আরো বলেন, এই নির্বাচনের ফলে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। ছোট থেকেই তারা ভোটের আগ্রহী হবেন।
এ নির্বাচনে ১০ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস দীপ্তি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন,দীপ কর্মকার,আসিফুর রহমান, প্রিসাইডিং অফিসার আফিয়া মোকাররামা। একাধিক শিক্ষার্থী ও ভোটাররা বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে । আমরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। এর আগেও আমাদের বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম শাসছুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে ঘাটাইল উপজেলায় মাধ্যমিকে ৩২টি ও মাদ্রাসায় ২৫ টিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।