বগুড়ায় অটোরিকশা-কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত

S M Ashraful Azom
0
বগুড়ায় অটোরিকশা-কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়ার আদমদীঘি উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে ৫টান দিকে আদমদীঘি উপজেলায় মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আদমদীঘির  উপজেলার নশরৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেবতি সহনের ভাই শ্যামল সহন (৫৫), দুপচাঁচিয়ার উপজেলার আফজাল হোসেন (৪৫) ও সান্তাহার এলাকার শহীদুল ইসলাম (৬৫)।

স্থানীয়রা জানায়, আদমদীঘি থেকে একটি ডাব বোঝাই অটোরিকশা মুরইলের দিকে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে আট যাত্রী আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শ্যামল মারা যায়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় অটোরিকশা চালক আফজাল ও শহীদুল মারা যায়।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ৩জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে রয়েছেন। তবে দুঘংটনায় অটোরিকশা চালক নিহত হয়েছে। প্রাইভেট কারের দুই যাত্রীর অবস্থাও সংকটাপন্ন করে তিনি জানান।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top