
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : এক্সিম ব্যাংক লিমিটেড’র গ্রাহক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও বগুড়া-১ আসনের এমপি আবদুল মান্নান।
গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
বক্তব্য রাখেন ব্যাংকের স্পন্সর মিসেস সাহাদারা মান্নান, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ফিরোজ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বারী এবং শহিদুল ইসলাম, ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক, গাবতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুর রহমান হেলাল, ব্যবসায়ি মোসাদ্দেক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান এমপি বলেন, এক্সিম ব্যাংক গ্রাহকমুখি ব্যাংক। গ্রাহকগণ ব্যাংকের পরিবারের অংশ। তাদের সহযোগিতা নিয়েই ব্যাংক তার সকল কাজকে উন্নয়নশীল জায়গায় নিয়ে যাচ্ছে। খেলাপি হলে কোনো ব্যাংকই বাঁচবে না। তাই ব্যাংক চায় না কেউ খেলাপি হোক।
এক্সিম ব্যাংক চায় মানুষের সেবা করতে। ভিক্ষা, রিলিফ দিয়ে মানুষকে বাঁচানো যায় না। তাকে রোজগারের পথ দেখিয়ে দিয়ে বাঁচানো যায়। রোজগারের পথ দেখাতে এক্সিম ব্যাংক কাজ করেছে। এক্সিম ব্যাংক দিয়ে আমরা শুধু বিজনেস করছি এমন নয়। প্রতিবছর ৬ কোটি টাকার গরীব ও মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত করে আসছে।
সভাপতির বক্তব্যে ড. হায়দার আলী মিয়া বলেন, অর্থনীতিকে সমৃদ্ধ করতে এক্সিম ব্যাংক কাজ করে যাচ্ছে। তিনি এক্সিম ব্যাংকের সঙ্গে ব্যাংকিং করার জন্য গ্রাহকদের আরো এগিয়ে আসতে বলেন।
গ্রাহক সমাবেশে রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপক এবং এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।