ধুনটে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী বিজয়ী

S M Ashraful Azom
0
ধুনটে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী বিজয়ী
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন নৌকা প্রতীকে ৩১ হাজার ৯১৫ ভোট পেয়ে বেরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধুনট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি (বহিস্কৃত) আলীমুদ্দিন হারুন মন্ডল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬১৪ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম মাইক প্রতীকে ২১ হাজার ৩৯৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন তালা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯১ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার কলস প্রতীকে ২৩হাজার ৪৮১ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা ফুটবল প্রতীকে ১৪ হাজার ২৭৫ভোট পেয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮৯টি কেন্দ্রের ৫৫৭টি বুথে (কক্ষ) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি কম হলেও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২১ হাজার ২৭০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮হাজার ৫৫৭জন ও নারী ভোটার ১লাখ ১২হাজার ৭১৩জন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার কোন ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top