
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার বহরমপুরে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় দিত্বীয় দিনের মতো সাক্ষ্য নিয়েছে স্বরাস্ট্র মন্ত্রনালয়ের ৫ সদস্যের একটি তদন্ত দল।
বুধবার সকাল থেকে ঠাকুরগাঁও সার্কিট হাউজে আহত ব্যক্তি ও স্থানীয়দের সহ নিহত তিন জনের পরিবারের সদস্যদের সাক্ষ্য নিয়েছেন তারা।
তদন্ত দলের সদস্যরা হলেন, তদন্ত কমিটির প্রধান মুহাম্মদ মোহসিন চৌধুরী যুগ্ম সচিব (সীমান্ত) জননিরাপত্তা বিভাগ। মোঃ জাকির হোসেন উপ-সচিব জননিরাপত্তা বিভাগ। বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লেঃ কর্ণেল মোর্শেদ, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট নুর কুতুবুল আলম, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ।
হতাহতের ঘটনায় আহতদের কাছে ঘটনার বিবরন ও সাক্ষ্য গ্রহন শেষে তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয় দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। তবে আহত ব্যক্তি জয়গুন, তৈমুর রহমান, সাদেকুল ইসলাম,আনারুল, রুবেল, মিঠুনসহ তাদের দাবি এখনো পর্যন্ত তাদেরকে আর্থিকভাবে কোন সহযোগীতা করা হয়নি। সেই সাথে দোষি ব্যক্তিদের বিচারের দাবিও জানান তারা।
এ বিষয়ে স্বরাস্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোঃ জাকির হোসেন জানান, দিত্বীয় দিনের মতো সাক্ষ্য নেয়া হয়েছে আহত ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে এবং দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারী ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর মধ্যে ৫টি ভারতীয় গরু নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ জন গ্রামবাসী নিহত হয়। প্রথমে বিজিবির পক্ষ থেকে হরিপুর থানায় ২টি মামলা দায়ের করা হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে বিজিবির বিরুদ্ধে ঠাকুরগাঁও হরিপুর আমলী আদালতে ৩টি অভিযোগ দায়ের করা হয়। পবর্তিতে ১২ মার্চ দিন ধার্য করে আদেশ দেন আদালত। এর পওে আবারো ওই মামলার পরবর্তি শুনানীর দিন ১১ এপ্রিল ধার্য করে আদালত।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।