পর্তুগালে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৮

S M Ashraful Azom
0
পর্তুগালে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৮
সেবা ডেস্ক: পর্তুগালের মাদেইরা দ্বীপে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো অন্তত ২২ জন আহত হয়েছেন। খবর বিবিসি।

জাতীয় সংবাদ সংস্থা লুসা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে সান্তা ক্রুজ মিউনিসিপলিটির নিকটবর্তী কানিসিও শহরের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে যায়।

স্থানীয় মেয়র ফিলিপ সুসা দেশটির এসআইসি টিভিকে বলেছেন, কী ঘটেছে তা বর্ণনা দেয়ার মতো ভাষা আমার নেই। আমি দুর্ঘটনায় হতাহতদের দুর্দশা সহ্য করতে পারছি না।

তিনি আরো বলেন, বাসে ৫০ জন যাত্রী ছিল। তারা সকলেই জার্মান পর্যটক। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ১৭ জন নারী। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুসা জানান, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার পর পরই ওই রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। দুর্ঘটনার দৃশ্য দেখার জন্য দ্বীপে যাচ্ছেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সোসা।

২০০৫ সালে উত্তর কোরিয়ার সাও ভিসেন্তে পাঁচজন ইতালীয় পর্যটক নিহতের পর পর্তুগালের মাইদেরিয়া দ্বীপে এ দুর্ঘটনা ঘটলো।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top