গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন ১১ জন

S M Ashraful Azom
0

গাইবান্ধা জেলা প্রতিনিধি
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে গত রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে ১১ জন প্রার্থী তাদের জামানত হারান। মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পাওয়ার কারণে নিয়মানুযায়ি ১১জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন।
সহকারী রিটার্নিং অফিসার সুত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে জমা পড়া ২ লাখ ৬ হাজার ৩৮৪টি ভোটের মধ্যে আট ভাগের এক ভাগ ২৫ হাজার ৭৯৮ ভোটের কম ভোট পাওয়ায় ছয়জনের মধ্যে চারজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- আব্দুল মতিন মোল¬া, জাহিদ চৌধুরী, নাজমুল ইসলাম, ফেরদৌস আলম রাজু।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের ২ লাখ ৬ হাজার ৩৪৬ টির মধ্যে আট ভাগের এক ভাগ ২৫ হাজার ৭৯৩ ভোটের কম ভোট পাওয়ায় ৫জনের মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- মোফাচ্ছেরীন আলম সরকার পল­¬ব এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকেয়া বেগম, আসলামা বেগম, জেবুন্নেছা রমিজ, শায়লা পারভীন, আফরুজা খাতুন ও আকতারা বেগম।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থীর জামানত হিসেবে জমা থাকে ১০ হাজার টাকা করে। মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের নিচে এক ভোট কম পেলেই তার জামানতের টাকা নিয়ম অনুসারে বাজেয়াপ্ত হয়।


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top