গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্যাপুর ইদিলপুর ইউনিয়নের বাগজানা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত গৃহবধু হাসিনা বেগম (৪৫) গতকাল সোমবার ভোরে মারা গেছেন। পুলিশ সোমবার দুপুরে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহত হাসিনা বেগম ওই ইউনিয়নের গোবিন্দরায় দেবোত্তর বাগজানা গ্রামের ছায়দার আলীর স্ত্রী।
সাদুল্যাপুর থানার ওসি আরশেদুল হক জানান, গত ২৭ মার্চ সকালে ছায়দার আলীর বসতবাড়ীর সীমানা ঘেষে প্রতিবেশি জামিরুল ইসলাম পানি অপসারনের ড্রেন নির্মাণ করছিলেন। এসময় হাসিনা বেগম ও তার স্বামী ছায়দার আলী তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
খবর পেয়ে জামিরুলের পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে হাসিনা ও তার স্বামীকে বেদম মারপিট করে। এতে হাসিনা ও ছায়দার আলী গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে দু’জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করায়।
সেখানে হাসিনা বেগমের অবস্থা আরও অবনতি হলে গত রোববার উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। কিন্তু হতদরিদ্র ছায়দার আলীর কাছে টাকাপয়সা না থাকায় হাসিনাকে বাড়ী নিয়ে আসেন। সেখানে সোমবার ভোররাতে তিনি মারা যান। এ ঘটনায় সোমবার বিকালে নিহত হাসিনার ছেলে হাছানুর রহমান বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।