সেবা ডেস্ক:
চাঁদপুর জেলা প্রতিনিধি:
কচুয়ার উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে সন্ত্রাস,জঙ্গীবাদ,ইভটিজিং,বাল বিবাহ ও মাদক প্রতিরোধে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সাবেক সভাপতি জাফলুর হাসান খোকনের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানা ওসি মো: ওয়ালী উল্যাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক তদন্ত মো: শাহজাহান কামাল,ইউপি চেয়ারম্যান ক্বাজী জহিরুল ইসলামম জাহাঙ্গীর,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস সুলতানা,সহকারী শিক্ষক একেএম রফিউদ্দিন শিকারী,কামরুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী বৃন্দ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।